আমি কী তোমার কাছে বাউরি-বায়েনের মতই অস্পৃশ্য?
একবার ছুঁয়ে দেখো—দেখো না একবার ছুঁয়ে!
যেমন করে ছোঁও সকালের সদ্য ফোঁটা গোলাপকে
তোমার ফুল বাগানের অনাহুত প্রজাপতির ডানাকে।


একবার না হয় ভূল করেই ছুঁয়ে দেখো আমাকে
যেমন ভূল করেছিলে বন্ধু ভেবে ঐ ছেলেকে
হাজার স্বপ্নের জাল বুনেছিলে তার হাতে হাত রেখে
চিবুক দু'খানা করলে রঙিন মিথ্যে প্রণয়ের রঙ মেখে।


একবার ছুঁয়ে দেখো—দেখো না একবার ছুঁয়ে!
প্রাণের বিনিময়ে তোমার দুঃখ-ক্লেশ দেবো মুছে-ধূয়ে
যেমন তুমি সব অতীত হৃদয় থেকে মুছে দিলে।
কী এমন ক্ষতি—বলো কী এমন ক্ষতি আমাকে ছুঁলে?