"আমি অনেকটা পথ হেঁটেছি-
কন্টক ভরা পথে, বিঁধেছে হাজার
কন্টক আমার পায়ে; আমি সয়েছি
সেই দারুন কষ্ট, অভিযোগ আমার-
আমি তলিয়ে গেছি, আমি হারিয়েছি
না খোঁজার দেশে; যত সম্ভব আমায়
নিয়ে যাও বাঁশফুলের কাছে; বলেছি
শতবার - নাব্যহীন নদীর মোহনায়,
আমি ধরা দিয়েছি কাছিম হয়ে!  


        আমি অনেকটা পথ হেঁটেছি-
চূর্ণ-বিচূর্ণ কাঁচ ভরা পথে, আমি
দেখেছি আমার টকটকে লাল রক্ত-
কেমন করে ঝরেছে আমার পা-দুটো
থেকে, আমি শতাব্দী পেরোব এই
পা নিয়ে, আমি অভিযোগ করব না,
আমি বলব না তুমি খারাপ!


          আমি অনেকটা পথ হেঁটেছি-
পায়ের চামড়া খসে পড়েছে; তবুও
আমি হেঁটেছি - স্বার্থ ছাড়া; আমি
চেয়েছি এক ফোঁটা স্বচ্ছ জল; বিনিময়ে
পেয়েছি বিষাক্ত পুঁজ ভরা বেদনা ছল,
যাইনি সেখানে, যেখানে নিষিদ্ধ নগরী-
হয় শুরু সন্ধ্যা নামার পরে; আমার
সংকুচিত হৃদয় মেনে নেয়নি; আমি
চাইনি আমি হাঁটব, কিন্তু এই পা-দুটো?


          আমি অনেকটা পথ হেঁটেছি-
পৃথিবীর সমস্ত পথ-ঘাট সাক্ষী;
আমার পদ চিহ্ন খুঁজে পাবে-
পামির মালভূমিতে, বলকান পর্বতে,
টাইগ্রীস নদীর ধারে, ভিক্টোরিয়া-
জলপ্রপাতে; আমি মিথ্যা বলিনি,
আমি অপেক্ষা করছি; করব, তবুও হাঁটব!


           আমি অনেকটা পথ হেঁটেছি-
কলম্বাস-বতুতা-সাঙদের মত করে,
ব্রাজিলের অ্যামাজন পেরিয়েছি; লড়েছি
জাগুয়ার-পুমাদের সাথে; রক্তাক্ত শরীর-
ভয় পেয়েছি? নাঃ আমি ভয় পাইনি,
আমি হেঁটেছি, আমি হেঁটেছি শুধু!"