তুমি মহুয়া ফুলের মতো মাদকতা ছড়িয়েছ
প্রাণে-প্রাণে—আমিও পাইনি রক্ষা—কী নেশা
তোমাতে! সভ্যতার মতো ধ্বংস করে যাচ্ছ—
কোটি-কোটি প্রাণ সঞ্চার—সৃষ্টি করে যাচ্ছ
অশেষ ছলনার ইতিহাস—অনুভূতি নিয়ে খেলে।  
রঙ-বেরঙের নিরীহ প্রজাপ্রতির ডানা দুমড়ে-মুচড়ে
ভেঙ্গে দিয়েছ—আমার সামনেই মরতে দেখেছি—
শহীদ হয়েছে তোমারই নেশায়। তুমি শুধুই হেসেছ,


জেগে উঠেছ মাতাল করা সুঘ্রাণ নিয়ে—পথে-ঘাটে,
দেশ-দেশান্তরে। জগৎ ভোলা রূপের বিষ ঢেলে দিয়েছ
হৃদয়ের নদীতে। তুমি প্রাণঘাতী, তুমি মহামারী, তুমি ধ্বংস।
তুমি খেলতে জানো ভয়ংকরভাবে—মাটির পুতুল ভাঙতে
জানো বিভৎসভাবে। তোমার অহংকার, তোমার অহমিকা—
তোমার যক্ষের ধন রূপ—সবই যেন সেই ভাঙা মাটির পুতুল।