"সময় থেমে গেছে রাজপথে,
তুমি কোথাকার পথিক হে?
কেন অবাক হয়ে আছো চেয়ে-
অনন্তকাল ধরে নীল গগনে?
কারাগার ভেঙ্গে পালিয়েছো-
আসামী ছিলে কিসের? আগুনে-
পুড়িয়ে মেরেছিলে তাকে না-কি
নিজে দগ্ধ ছিলে তার ফাগুনে?
ঘুনে ধরা বুকের পাজরে-
শুনতে পাও কি ঘুন পোকার গান?
তুমি ছিলে নিকৃষ্ট - তুমি ছিলে পিশাচ!


    তুমি থেমে গেছো তার কাছে-
তার না দেখা কল্পনাতীত জগতে;
সৃষ্টির মাঝে তুমি খুঁজে পাওনি পথিক-
বিস্বাদ ছাড়া তৃপ্তির সন্ধান সবখানে।
ফিরেছে হাজার পরবাসী নিজ নীড়ে,
পথিক তুমি চেয়ে আছো কেন-
সেই অনন্তকাল ধরে নীল গগনে?"