ওরে তোরা কারা —
আমরা জীর্ণ তরীর নবীন নাবিক
            অভিযাত্রী দলের ভৃত্য সেবিক।
আমরা রক্ত বন্যা বয়ানো লোক
           শিরচ্ছেদ করে শত্রু করি শোক।
আমরা বন্য-অরণ্যের জঙ্গলি রাজা
           সৈন্য-তারুণ্যের আঁধারি প্রজা।


           ওরে তোরা কারা —
আমরা তোপ কামানের জয়ধ্বনি
          কাপিয়ে বেড়ায় নীলিমা-ধরণী।
আমরা গ্রেনেড পিনের সময় ঘড়ি
          দুশমন -কাফেলা ধ্বংস করি।
আমরা মানবতার দৃষ্টান্ত নজির
          দেশ রক্ষার চিরন্তন উজির।


            ওরে তোরা কারা —
আমরা শমশেরা-তলোয়ারের ঝন্-ঝনানি
          নিশ্চিত পরাজয়ের ভীত কম্প কনকনানি।
আমরা যুদ্ধ-দূতের নিয়মাবলি
          রক্তস্রোতের লাল বর্ণালি।
আমরা ঘোড়-সওয়ারে পাক্কা খিলাড়ি
          ভ্রান্তি ছড়ায় বীরের মাঝে করি আনাড়ি।


           ওরে তোরা কারা —
আমরা মিসাইল নিয়ে গুলি-ডান্ডা খেলি
          শয়তানের হৃদপিন্ড কেটে ভাগাড়ে ফেলি।
আমরা উল্কা গতিতে শরীরে ছুটায় রক্ত
          রণক্ষেত্রে সতীর্থ হারিয়েও কলিজা রাখি শক্ত।
আমরা বেয়নেট খুচিয়ে চোখ উপড়ে ফেলি
          বিজয়ী হয়ে করি উল্লাস দেয় তালি।


            ওরে তোরা কারা —
আমরা মেশিনগান হাতে ফুটায়ে চলি খই
         মাতৃভূমির বীর সিপাহী ; শত্রু তোরা কই।
আমরা হাহাকার-আর্তনাদে জেগে উঠি
          হাজার শত্রুর সামনে বোমা হয়ে ফাটি।
আমরা কার্তুজে-কার্তুজে ঢেকে ফেলি জমিন
           দেশের মাটি রক্ষা করি, রাখি স্বাধীন।
            
          ওরে তোরা কারা —
আমরা মৃত্যুর সাথে করি প্রহসন-কৌতুক
          উপহার দেয় মরণ হাতে নিয়ে বন্দুক।
আমরা উড়ায় না কখনও সাদা-নিশান
          রচনা করি শত্রুর কবর -শ্মশান।
আমরা বীরের বেশে ফিরি ব্যারাকে
          উল্লাসে নাচি নিয়ে সবাইকে।