ওগো অচেনা পাখি তুমি ,
দেখিনি তোমায় কখনো ।
শুনিনি তোমার সুর ,
অচেনা সুরটা তোমার
আমার জীবনে হয়ে ওঠলো সুমধুর।
কিভাবে যে কি হলো,
কথা বলার মাধ্যম এলো।
ছন্দে ছন্দে কথা হলো ,
আমার মনে জালালে আলো।
দেখিনি তোমায়  কখনো আমি
দেখতে চাইনা তবে।
দেখলে তোমায় আমি,
না দেখার  ইচ্ছাটাযে  হারিয়ে যাবে।
মাঝে মাঝে হাসো যখন ,
সূর্যের রশ্নি  পরে তখন।
হউক সেটা এবেলা বা ওবেলা,
স্মৃতির জালে ভেরিয়ে ফেলা।
তুমি আমার জীবনে অচেনা পাখি ,
সুন্দর সুনিবির ছায়া ঘেরা।
মনের ও মাঝে,
থাকিবে এক অপূর্ব  সাজে ,
মনের  কেন্দ্রমনি মাঝে।