আমি শূন্য, আমি শূন্য
শূন্য হাতে এসেছি আমি
শূন্য হাতে যাব।
শূন্যতার মাঝে আমি আমাকে
নির্বিগ্নে খুঁজে পাবো।
আমি শূন্য আমি শূন্য ।
আমি দেখেছি তাজমহলে ,
শাজাহানের শূন্যতা।
যেখনে মমতাজের নেই কোনো চিহ্ন।
সবই আজ স্মৃতি কথা ,
সবই আজ শূন্য ।
আমি শূন্য , আমি শূন্য ।
আমি সব দিয়েছি ,
সব করেছি আমি
করেছি আমি প্রাণ খুলে ।
বিনিময় পাইনি কিছু ,
পাইনি কিছু  ভুলে ।
আমি শূন্য , আমি শূন্য
এখনো রয়েছি  আমি আমার ,
শূন্য ফলের মাঝে।
আমি শূন্য থাকতে চাই ,
শূন্যের মতো করে ।
যেমন শূন্য হয় ,
শূন্য থেকে শত ।
তেমনি হতে চাই আমি ,
শতের শূন্যের মত।