বড় শ্রীহীন
নেই চন্দন ফোঁটা
আলতায় রাঙানো পা
রজনী-মালা নাই-বা হল
অন্তত একটা ফুল বুকের উপর
এটুকু সৌন্দর্যও কি, প্রতুলতা।


বড় নিঃশব্দ
নেই বুকফাটা আর্তনাদ
যাত্রাপথের বোল
উড়ো-খই,খুচরো পয়সা নাই বা হলো
অন্তত দু ফোঁটা জল পতনের শব্দ
এতটা শব্দ-হীন, বড় বেমানান।


বড় নিঃসঙ্গ
নেই ছুঁয়ে কোন প্রিয়তম হাত
ঘৃত চন্দনের প্রলেপ
পবিত্র জলের   ছোঁয়া নাই-বা হল
অন্তত ফেলে আসা মায়া-টুকু
মৃত্যু ,এ বড় নিষ্ঠুরতা।।