***শব্দ-হীন শব্দ***

সেদিন নীরব-শব্দ
           দিয়েছিল অনুমতি
ভিজে-ছিলাম সারাটা দিন
                           শব্দের ঝর্ণায়।


শব্দের টুপটাপ
                  শুনেছি কান-পেতে পদ্মপাতায়
হেঁটেছি কতটা পথ  
                  শব্দের ফল্গুধারায়।


কতবার শব্দই ভেঙেছিল
                     পাঁজরের শেষ হাড়
তবুও বেঁচে থাকে বিশ্বাস
                        শব্দের শুশ্রূষায়।


আজ সবই লিপি
                        সমাধি’পরে ছড়ানো
শুধু শব্দ-হীন শব্দরা
                        ফিরে ফিরে আসে।


সৌমিক মোদক   ১৫/০৬/২১