তুমি বলতে পারবে?
আজ দুপুরের
যে একমুঠো চাল
করেছে তোমার ক্ষুধা নিবারণ
তার জাতি, ধর্ম,বর্ণ,
আমি জানি, তুমি পারবে না
কারণ ওতে আছে
কৃষকের শ্রম
যার ধর্ম .............
শুধুই শ্রম আর শ্রম
তাই এসো
আজি এই মহান দিনে
শপথ করি
রাজা হোক বা প্রজা
যে শ্রম করে তার
একটাই ধর্ম।
আর যে করেনা সে শোষকের অংশ।