আমাকে ফিরতে হবে।
          ওরা যে অপেক্ষারত।

তুমি ভালো আনন্দদায়ক।
          ওরা নির্ভর করে।

তুমি হারিয়ে গেলে দুঃখ পাবো।
         ওদের আনন্দ দাবীপূরণের।

তুমি একান্তই ব্যক্তিগত।
        ওদের সম্পূর্ণতার আমি বৃহৎ অংশ।

তুমিও দ্বায় নেবে না,কিছু হারাবার
দুটি রঙমাখা আঁখি পূরণ প্রত্যাশায়।
        আমি ডুবে আছি থাকবো।

তুমি অন্তরালেই থাকো।
        আমাকে ফিরতেই হবে।