বাবা,আমার স্মৃতিচারণ,
তোমার ,আমার আলাপন,
Facebook এ দিয়েছি,
খোলা চিঠি আকারে ।
ও! Facebook টা কি?
ধর….একটা সংসার ,
বড় করা,ছোট করা,
সব তোমার হাতে,
ভালো,মন্দ ,মিলিয়ে ,মিশিয়ে,
ঐ একই রকম ……
মাঝে, মাঝে ভুলে যাই ,
তুমি চব্বিশটি বছর নেই ….
এরই মধ্যে, অনেক বদলে গেছে,
নতুন কিছু এসেছে,পুরনো কিছু গেছে,
“সব ই তাঁর ইচ্ছে”
কাজের কথায় আসি,
ঐ চিঠিটা অনেকের ভালো লেগেছে,
কেউ ,কেউ , প্রকাশ করেছেন
তাঁদের অভিব্যক্তি ,
কিছু মন্তব্য ও ,এসেছে ,
আত্মীয়,বন্ধু,পরিচিতির, কাছ থেকে ।
তোমাকে, জানি এ রাখি,
অভিব্যক্তি এখন,সাংকেতিক
চিহ্ন এর মাধ্যমে, প্রকাশ করা যায়,
ধর...ভালো লেগেছে😊,
দুঃখ পেয়েছি 😓 এই রকম,
যাই হোক,চিঠিটা তো আর,
আমি ?একা লিখিনি ,
তুমি লিখিওছো,
আমি লিখেছি, ধন্যবাদ,
তোমারও প্রাপ্য..........
তুমিও তো,শুধু বাবা নও,
বিশু,বিশ্বনাথ,সেজ ঠাকুরপো,মেসো,
বিশু মাস্টার,সেজ কাকু,জেঠু,বিশে
আরও কত কি....
তোমারও স্ত্রী,দাদা,মা,কাকিমা,বৌদি,
সঞ্জয় দা,দিদি,কেদার...................
তারা কেউ আছে,কেউ নেই,
কত নতুন মুখ এসেছে ।
আমারও বন্ধু,আত্মীয়,কর্মস্থল,
দাদা,ভাই...........
এদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে........
নাকি?বলে দেবো-
ধন্যবাদ জানিয়ে, পর করতে চাই না।
বাবা,কথাটা অপ্রাসঙ্গিক,
তোমার সেই অসমাপ্ত  প্রচেষ্টা-
নাইবা হল, এক হাঁড়িতে খাওয়া,
নাইবা হল, এক উঠানে বাস,
কিন্তু আত্মার, নেই আধার,
এস, গড়ি এক, বৃহৎ আত্মার সংসার।
আমি শুরু করেছি,
হয়তো এটাই সেই .................
                      তোমার কুঁচো(সৌমিক)