আজ সন্ধ্যা আবার এসেছে
তোমার মায়ায় জড়িয়ে ,
আবার ভাবছি আমি তোমার কথা !
যদি দিয়ে থাকতাম তোমাকে,
আবার দেখা হবার আশ্বাস !


তুমি হয়তো দিনের শেষে
সেই চেনা বারান্দায় বসে,
আমার কথাই ভাবছ ;
সূর্য ডুবেছে অনেকক্ষন,
প্রথম তারাটি খুঁজছ !


যদি হতাম আজ তোমার সাথে
সন্ধ্যা কাটত দুজনার একসাথে ।
বলতাম তোমার কানে কানে,
আমার অনেক না বলা কথা !


তুমি আমাকে আসতে বলেছিলে
সেই অনেক কালের চেনা ঠিকানায় ;
তুমি কি অপেক্ষা করেছিলে
অনেকক্ষন আমারই জন্য ?
এক ঘন্টা, দুঘন্টা , নাকি সারাটাদিন ?


আমি আসতে পারিনি !
জানি তুমি করবেনা আর
আমার কাছে জবাব তলব!
তবু আজো কানে কানে শুনি
তুমি ডেকেছিলে আমাকে !


সন্ধ্যা আরো আঁধার হয়েছে ,
একটি নয়, এখন আকাশে অনেক তারা ;
দেখো আমার তারাটাকে তুমি
হয়ত আর খুঁজে পাবেনা ।