যদি পারতাম,
উরন্ত স্বপ্নগুলোকে
ছুটে গিয়ে লুফে নিতে !
হয়ত রইত কিছু
আশার বালুকণা,
তালুর গভীরে আটকে ।


প্রভাতের শিশির করে পান
মেটাতাম যত তৃষ্ণা ;
প্রথম কুসুম তুলে নিতাম,
আঙ্গুলের আঘাতে মুছে
কপালের লেখন !


সময়ের প্রহার,
অবিরাম অকারণ;
দুহাতে আঁকরে ধরে
যদি থামিয়ে দিতাম !


অশান্ত খেয়ালগুলো
ইচ্ছে মতো বেঁধে নিতে ,
না বলা কত কথা
রুদ্ধশ্বাসে বলে দিতে ;
হয় ত নতুন কোনো
গল্প লিখে নিতে;


যদি পারতাম !