আমি যদি বলি, কল্পনা বাস্তব ,
তা কি সত্যি হবেনা !
যদি বলি, অবাস্তব এ জীবন,
তুমি কি মানবেনা ?


কল্পনারা বড় স্পষ্ট,
বড় উজ্জ্বল, বড় সুন্দর ;
আমি ছুয়ে অনুভব করেছি ,
তাদের ছোয়া বড় প্রাণোচ্ছল ।
কই সে প্রাণ তো নেই
বাস্তবের আঙিনায় !


আমি যদি বলি পৃথিবী স্বপ্ন ,
তুমিও কি তাই বলবেনা ?
যদি বলি জীবন মিথ্যে,
দেবে কি বিরোধী খেতাব তুমি,
আমার মত কিছু
স্বপ্ন মানুষকে ?