অবারিত দ্বার ছিল আমার মনে,
তোমার তরে ;
দিন রাতে আসা যাওয়া ছিল তোমার ।
স্বপ্ন যৌবন দিয়ে গড়া,
তোমার মুরতী ছিল মনে আমার ।


পলকের তরে জানো তোমাকে আমি,
ভুলতে পারিনি কোনোদিন !
তুমি যে আমার নও সে তো
ভাবতে পারিনি কোনোদিন !


তোমার আশার আর ভালোবাসার
প্রাসাদ গড়েছি মনে মনে ।
তোমাতে আমাতে নিয়ে সংসার,
পেতেছি মনেই কতবার !


তোমার প্রেমের সুতোর টানে,
ছুটেছি হৃদয় মঞ্চ পানে ;
মুখরিত করেছি প্রাসাদ খানি,
আমার প্রীতির নুপুর নিক্কনে ।


প্রেমের সে সংসার
ছিল এক খেলাঘর,
ছিলাম নিছক এক পুতুল আমি !


মনের গ্রন্থাগারে সারী সারী
সাজানো প্রীতি আর ব্যাথা তারই;
শুধু সেই নেই যার তরে,
মন হাসে আর কাঁদে বারে বারে !