সহধর্মিণী মারা গেছে সুবেহসাদিকে
কিছুক্ষণ পরে কবর দিতে নিয়ে যাবে
শেষবার বিদায়ের জন্য ডাকা হল তারে
মধু মহাজন তার মুখ থেকে কাফনের কাপড় সরালেন
সারা জীবনের সমস্ত স্মৃতিরা যেন সজোরে ধাক্কা মারে
কষ্টের জল দুচোখ বেয়ে গড়াতে থাকে
মনে পরে কত স্মৃতি মাখা মুখ খানি, আজ এত মলিন কেন ?  
কত সুখে দুখে আশ্রয় দিয়েছে
কত ঝগড়া বিবাদ আর মনোমালিন্য সময় কেটেছে
সব কিছু ছাপিয়ে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে
সে আপন মনে বলে ওঠে
“ আর একটু বেশী কি ভালবাসতে পারতাম না”  ?