এইযে দেখ অমাবস্যা চলে,
আঁধার পতি ছুঁটছে দলেবলে।
সংঘবদ্ধ একাকী তারারা জ্বলে,
চুপিসারে শান্ত বায়ু কিছু কথা বলে।


কাছে এসো, চলো একবার মেলাই হাতে হাত,
হাতে ঘষে হাত অমাবস্যাকে করি পূর্ণিমা রাত।


চলো ঐখানে গিয়ে বসি যেখানে নদীটি নিয়েছে মোড়,
ষোড়শীর সরু কোমড়ের মতন; অবিকল তোমার কোমড়।
মোড়েই ঠাঁই দাঁড়িয়ে শতবর্ষী হিজল, তার পাতা দুলছে দুলুক,
জলের নামে দিব্বি, তোমার নামে দিয়েছি চোখের সীমার মুলুক।