ষোড়শ শতকে খাজনা প্রথা
চালু করে ছিল মোগল সম্রাট,
ধার্য ছিল খাজনা আদায়,
                পহেলা বৈশাখ।
পূণ্যাহ প্রথা চালু হয় যখন
                   কৃষকের তরে,
খাজনা অনাদায়ী কত কৃষক
           কষাঘাতে গেছে মরে।
পুত্র হারা কত মায়ের
গণ্ড ভিজেছে আঁখী নীড়ে।
বসত ভিটা পেষেছে হাতীর পায়ে,
                  খাজনা অনাদায়ে।
নিপীড়ন সয়ে রয়ে
         কেটেছে অনেক বছর।
বৈশাখে দিতে হয় না এখন আর
     কৃষক ভায়ার,
                    জমিদারী কর।
কোনো মায়ের অশ্রু ঝরেনা
                      এখনার বৈশাখে,
ইলিশ আর পান্তা খেয়ে
        দিনটি কাটে সুখে।
কেউ ছোটে যায় বিকেল বেলা
             নাগর দোলায় চড়তে,
কেউবা চলে বট মেলায়
               শখের হাড়ী কিনতে।