আট-পাঁচ-বিশ ইং
সন্ধ্যা সাত টা শুত্রবার,
স্বজন সবাই কাঁদছে শোকে
        বুকে হাহাকার।
শেষ নিঃশ্বাস ত্যাগ করে
       আবু সুফিয়ান,
জীবন প্রদীপ নিভে তার
       হলো অবসান।
স্মৃতি বিজড়িত বাড়ী খানা
        হয়েছে শ্মশান,
তার বাগের পাখী গুলোর
        মুখ হয়েছে ম্লান।
ভোর বিহানে কাক,দোয়েলায়,
        গায়না সুখের গান,
ওর গান বন্ধ হওয়ায়
          পাখীর অভিমান।
নানা ধরন বাদ্য যন্ত্র
          আছে তার ঘরে,
রেখে যাওয়া তানপুরাটার
      জংধরেছে তারে।