দিনমণি আজ হারিয়েছে
  মেঘের অন্ধকারে,
অঝোরে বাদল ঝরে
আকাশ ছিঁদ্র করে।
শুকনো পাতা ভেসে যায়
   দিঠি বিহীন পথে,
পিঁপড়ার দল ভেসে যায়
  তারই সাথে-সাথে।
বর্ষাকন্যা ঝাপটা দেয়
মেঘের আড়াল থাকি,
ঝাপটা খেয়ে বাঁশ বাগান
    ভূমে পরে লোটি।
ভূমপিশাচ দাঁড়িয়ে আছে
   অম্বর ছুঁই ছুঁয়ে,
মেঘের ঝাপটায় ভূমপিশাচ
   মাথা নোয়ায় ভূয়ে।
ভূমপিশাচের ডানায় দোলে
   বাবুই পাখির বাসা,
মেঘের ঝাপটায় দোলছে বাসা
     দেখতে বড়ই খাসা।
গর্জে উঠে বর্ষা কন্যা
   ঘুরে নিলিমায়,
হঠাৎ-হঠাৎ বিজলি মারে
তড়িৎ ছোটে তায়।