সৃজক করলো সৃজন
         অবলা করিয়া,
   মোহিনী মোহিত হলো
      অঙ্গরূপ দেখিয়া।
     সুরুপা অবলা আমি
       পথ চলতে ভীতি,
  দুষ্ট লোকের লোলুপ লোচন
       করবে আমার ক্ষতি,
   যা ভেবেছি তাই হয়েছে
      বিশ্বপতির লিখন।
  এসিড মারলো দগ্ধ দেহ
      অন্ধ হলো লোচন।
বেঁচে থেকেও কুরূপ আমার
     এ বাঁচার কি দাম,
মরে গেলেই ভালো হতো
   থাকতো না বদনাম।
ঘটক মিঞা আনলো ছেলে
     বিয়ে দেবেন বলে,
কুরূপ দেখে থু-থু ফেলে
   যায় যে সবাই চলে।
আশা ছিলো ঘরণী হব
    করব পতির ঘর,
মা,বলে ডাকবে নন্দন
        কষ্ট যাবে দূর
সকল আশাই ব্যার্থ হলো
     মরছি ধুঁকে-ধুঁকে,
নগর বাসী দেখে যাও গো
   আছি কতো শোকে।