অন্তরে রেখে ছিলাম যারে
         মর্মমুকুর করে,
      জম হরেছে সু্জনারে
      মায়ার বাঁধন ছিঁড়ে।
এখন তো আর সেই আমি নই
             আমি ভব ঘুরে,
সুজন যে জন হারিয়ে সে ধন
        জ্যান্ত আছি মরে।
    হারাবার ভয় ছিল মনে
        তারই হলো জয়,
      দু নয়ানে যাহা দেখি
      ওর মতো আর নয়।
চোখের সামনে ভাসে কায়া
       মায়া বাড়ে তাই,
ধরতে গেলে দেয়না ধরা
      হঠাৎ দেখি নাই।
নেত্রবারি ছাড়া আমার
কি আছে আর আপনার,
অতি আপন ভাবতাম যারে
   কে বলেছে সে আমার।
সবার তো সবই আছে
কি আছে এই অভাগার,
যা ছিলো তা হারিয়েছে
ভয় কি এখন হারাবার।