কেহ বলে অসি বড়
   কেহ বলে মসি,
এই নিয়ে অবনীতে
    কত কষাকষি।
  বাহু বলে নির্ভর
  তিক্ষ্ণ তরোবার,
বাহু বল নির্বল
নিশ্চল তলোয়ার।
মসিতে প্রকাশ পায়
মুনীষীর জ্ঞান,
জ্ঞানগর্ভ রচনা পড়ি
   উপকৃত প্রান।
   মসিই করে দূর
   মনের কালো,
দিতে পারে ন্যায়ের
   বারতা আর
   সত্যের আলো।