ওকে নিয়ে নিতুই আমি
       খেলেছি পুতুল খেলা,
      মাঝে-মাঝে বধু খেলা
     খেলেছি বিকেল বেলায়।
   সে যে আমার অনেক দূরের
          রক্তের সম্পর্ক নয়,
      মাঝে মধ্যে খেলার ছলে
          সে হতো মোর বউ।
       শৈশব ছেড়ে যখন
          কৈশোরে দিলেম পা,
প্রেমের শিকলে, দুজন দুজনায়
        বাঁধিলেন নিরালায়।
         উচ্ছল লাবন্য ওর
           স্তনাগ্র চুড়ায়,
      কালো কেশাগ্র তার
      নেমেছে পায়ের পাতায়।
         রূপের ঝলকে
       পলক পরেনি চোখে,
       ঠিকরে পরে রূপ
           মাটির ধরায়।
  অধরোষ্ঠ মোর,ওর কপোলে
স্পর্শ করিতে চাহিল সেই ক্ষন,
    আহা মরি-মরি লজ্যায়
           মুদিল নয়ন।