ভুলিতে পারেনা বাঙালি জাতি
      তোমার স্মৃতি কথা,
স্বাধীনতা ছিনিয়ে এনে হয়েছো
       বাঙালি জাতির পিতা।
জল্লাদের হাতে প্রাণঘাতী অস্ত্র দেখে
    করতে চাওনি আত্মসমর্পন ,
    এজিদের চেয়ে নিষ্ঠুর ওরা
           হিংসা ভরা মন।
জল্লাদ দেখে,বাবা বলে চিৎকার করেছিল
       তোমার কোলের নন্দন,
হঠাৎ একটি ব্রাসেই থেমে গেলো
       কচি প্রাণের স্পন্দন।
তোমার খুনে লাল হয়েছিল
      সারাটি ভবন,
অনেক কেঁদেছিল তোমার তরে
          বাংলার জনগণ।
পনেরই আগস্ট আসে যখন
     একটি বছর পরে,
শোকের ছায়া নেমে আসে
    বাংলার ঘরে ঘরে।
মানবকল্যাণে অমরত্ব
    রেখে গেছো তুমি,
আজীবন বাংলার মানুষ
তোমার কাছে ঋণী।