বুক ভরা কষ্ট যার
   সুখ পাবে সে কোথা,
সুখ পাখিটা বিধির কাছে
     শক্ত করে বাঁধা।
সুখের সন্ধান করে সবাই
     ঘরে সুখের পিছে,
কেউ বা সুখী হয় ভবে
     কেউবা কাটায় দুঃখে
যোগ্য বেটা মরে যার
      সেওতো দুঃখী জন ‍,
মায়ের চোখে অশ্রু ধারা
     বহে আমরণ।
আরেক দুঃখী চোখে দেখি
        অর্থ-সম্পদ হারা,
তারচেয়ে বড় দুঃখী
      নেই যে বসুন্ধরায়।
শিশুকালে মাতৃহারা
        জনম দুঃখী কয়,
তার চেয়ে বড় দুঃখী
     আর তো কেহ নয়।
প্রেম বিচ্ছেদ ঘটেছে যার
    সেওতো দুঃখী জন,
নগ্ন হয়ে ঘুরে সেযে
     সারাটি জীবন।
মফিজ মাস্টার সারা জীবন
    ঘুরলো সুখের পিছে,
সুখের সন্ধান পেল না সে
     ব্যর্থ অবশেষে।