বধ্যভূমিতে আর ব্রহ্মপুত্র নদে
গুলিবিদ্ধ শত মানুষের লাশ,
   স্বজন হারার মাতম শুনি
    কেঁদেছে বঙ্গের পথঘাট।
ওগো বঙ্গ জননী তোমার চরণ চুমি
দিশেহারা হয়েছিল দামালের দল ,
     তাইতো পারি দিল সীমান্ত
          সঞ্চয় করতে বল।
কেউ হয়েছে বীরঙ্গনা কেউ হেরেছে প্রাণ,
       বঙ্গভূমি মাগো তোমার
          রক্ষা করতে মান।
      বিরহিণীর কতই মনের সাধ,
              নানা কথা
        ভরেছে হৃদয় খাতায়,
    মন মানুষ টি ফিরবে কখন
         কহিবে মনের কথা।
নয়টি মাস পরে, অনেক ফিরল ঘরে,
      বিরহিণীর মন মানুষটি
           আসেনি তো নীড়ে।
      অবলা আজও করছে রোদন
           আসার পথ চেয়ে,
       বঙ্গ মাগো চোখ মুছে দাও
          তোমার আঁচল দিয়ে।