দূত মারফত বিয়ের পয়গাম
         পাঠায় ফিরোজ খাঁ,
প্রত্যাখ্যান করল প্রস্তাব
       জিদি ওমর খাঁ।


ক্ষিপ্ত হলো দামাল ফিরোজ
দাগলো কামান,লাগলো সমর,
পরাজিত হলো উমর
     ছাড়লো বাড়িঘর।


  সখিনা কিন্তু ছাড়েনি বাড়ি
      অপেক্ষায় ছিলো ওর,
রক্ষী বিহীন খোলা ফটক
ফিরোজখাঁর নেই ডর।


তাইতো ফিরোজ অন্দর মহলে
         সখিনার কাছে গিয়ে,
প্রেমের টানে এসছি আমি
        তোমায় যাবো নিয়ে।


সখিনা বলছে মনে জানি
      তুমি আমার স্বামী,
চিরদিন তোমার সেবাই
   করতে চাই গো আমি।


হাতে ধরলো উঠলো ঘোড়ায়
     চললো জঙ্গলবাড়ি,
ফিরোজখাঁর মাতা বলছে
    শুভ কর্মে করছো কেনো দেরি।