অদেয় রাখনি কিছু
  দিলে প্রভু সবই,
দু'নয়নে যাহা দেখি
   ছবি আর ছবি।
তুমি মোর ধ্যানের ধন
   ওগো বসুন্ধরা,
তোমার প্রেমে মুগ্ধ আমি
    সুখে আত্মহারা।
   বসুমতি মাগো মা
সবই তোর খাসা,
   কত যে মাখা মাখি
  কত ভালোবাসা।
ছেড়ে যেতে মাগো তোরে
      কেন এত ভয়,
কেন জানি তোর বুক
   এত মায়াময়।
বিষাদ,বেদনা,দাহন,যন্ত্রনা
     সবই তুচ্ছ করে,
সুন্দরের পূজারী কাঁদে
     বাঁচার তরে।
মৃত্যুঞ্জয়ী নহে কেহ
    এই ধরাময়,
কেহ নাহি চাহে যেতে
    তবু যেতে হয়।