নির্বাচনী লড়াই চলছে
   শক্তির লড়াই নয়,
সকল প্রার্থী বলছে এবার
    তারই হবে জয়।


যোগ্য আর অযোগ্যের
  বিচার কে বা করে,
বিড়ির পিছে কর্মী ঘুরে
  ভোটার থাকে দূরে।


কর্মী বেটা বিড়ি পৌঁছায়
ভোটার ভাইদের ঘরে,
জাহির করে কর্মী গিরি
  সব ভোটারের ধারে।


  ভোটার ভায়ের ধরছে হাত
চায়ের দাওয়াত নয়টা রাত।


ছালাম জানায় হাতটি তোলে
    যাবেন কিন্ত সময় হলে।


   চা দোকানে ঠাসাঠাসি
     লাগছে বেচার ধুম
গরম চা,য়ে জিভ পুরেছে
      রাতে হয়নি ঘুম।


কর্মী বেটা পান খেয়ে লাল করেছে দাঁত,
চুন খেয়ে তার জিভে ঠুসি
     রাতে খায়নি ভাত।


চাইছে টাকা কর্মী বেটা
    প্রার্থীর হাতটি ধরে,
ভাড়া করে যাই চলে ভাই
বিশ টাকা দেন মোরে।


প্রার্থী বেটার কতটাকা
    কর্মী দিলো খেয়ে,
তবু কর্মীর পেট ভরে না
   আরও নিচ্ছে চেয়ে।