নিরেট সোনা যায় না চেনা
    কষ্টি পাথর ছাড়া,
কুমতি কে চিনে সবাই
    ব্যবহারের দাঁড়া।
কুমুদ চিনবে বিলে ঝিলে
     মরিচ চিনবে ঝালে,
   মানুষ চিনবে আকলে
কলা চিনবে বাকলে।
রসিক চিনবে রসের কথায়
   ঝিনুক চিনবে খালে,
হিন্দু নারী চিনবে সবাই
   সিঁথায় সিঁদুর দিলে।
ফুলোবনে ফুল রানী
   ভ্রমরের তা চেনা,
কোকিল চেনে বসন্তকাল
  সবার আছে জানা।
মা,জানে ছেলের জন্ম
বাবা কি তা জানে?
কাকের বাসায় কোকিল ছানা
     কোকিল জানে মনে।