নারী হলো মা জাতী
   এই ধরনী মাঝে,
স্বামীর সংসার গড়ে স্ত্রী
ঘর কন্যাটি সেজে।
পূর্ণ বয়স হলে নারী
যায় সে স্বামীর ঘরে
পরকে আপন করে নারী
   অনেক কষ্ট করে।
শ্বাশুরী-ননদীর জ্বালা
   সহা যায় তা মনে,
স্বামীর জ্বালা বিষম জ্বালা
জল শুকায়না নয়নে।
অজগায়ে অনেক নারী
  পায়না স্বামীর মন,
বারবনিতার সঙ্গে স্বামী
   কাটায় সর্বক্ষন।
নেশাগ্রস্ত মাতাল স্বামীর
    ঘর করে যেই নারী,
আঠারো বছর বয়সে স্ত্রী
    চিন্তা রোগে বুড়ি।
স্বামীর মন্দ দূরগন্ধ
  প্রতিবেশীর কাছে,
এমন স্বামীর ঘরনী হলে
    নারী জম্ম মিছে।