অভিমানী মান করে
   ভুল বুঝে মোরে,
সে তো এখন বাস করে
    অন্যের ঘরে।
যায়-যায় বহু দিন
    দেখিনি তো তায়,
কত দূরে থাকে সে
জানিনি তো হায়।
চুম্বকের মত টানে
    ঐ দূরে বসে,
সেই টান হৃদে লেগে
   হারা হই দিশে।
বিদাতা দিতো যদি
   এই দেহে পাখা,
ঘুরিতে-ঘুরিতে হয়তো
   হয়ে যেত দেখা।
এ দেহে এত শোক
আছে যার তরে,
     মরেও পাব সুখ
দেখি যদি ওরে।