ঝিলের জলে জেলের ছেলে
ধরতো প্রচুর মাছ
মাছের টাকায় কেনা কাটা
আসতো জায়ার সাজ।
এই হাতীর ঝিল এখন তো আর
সেই হাতীর ঝিল নয়
দিনে রাতে চলে মানুষ
নেই ডাকাতের ভয়।
চিত্তাকর্ষক হাতীর ঝিল
সুন্দরের নেই শেষ
মন কেড়ে নেয় রশিক জনের
দেখতে লাগে বেশ।
কচু পাতায় পানি যেমন
দেখতে টলমল
ঝিলের জল দেখতে এখন
তেমনি অবিকল।
রাতে যখন ঝিলের জলে
চন্দ্রিমা দেয় আলো।
ঝকমক করে ঝিলের জল
নীচে স্বচ্ছ বালু।
সাত সকালে ঝিলের উপর
ঝরে শিশির কণা
ভোরের আলোয় শিশির বিন্দু
যেমন সোনা দানা
অপরাহ্নে লেকের ধাঁরে
লোকের ঘেঁষা ঘেঁষি
কেহই কিন্ত ঝগরাটে নিয়
যেমন প্রতিবেশী।
সূর্য যখন পাটে,
সব জলযান বাধা তখন
ঝিলের ঘাটে ঘাটে।