২৫ মার্চ গভীর রাতে
করলো আক্রমন,
নগর বাসী যখন সবাই
ঘুমে অচেতন।
খ্যাতিমান যারা ছিলো
তাদের ধরে এনে,
নিধন করলো সব গুণীজন
একেক করে গুনে।
গুণীজনদের রক্তে রাঙা
হলো বাংলার মাটি।
বাংলাদেশের শহর গঞ্জে
করলো তারা ঘাঁটি।
হানাদারের সহযোগী
রাজাকারের দলে।
কত শত মেয়ের ইজ্জত
নিয়েছে হেসে খেলে।
হানাদারের বর্ব্বরতায়
সবাই হলো ক্ষুদ্ধ,
অস্ত্র হাতে বীর বাঙালী,
তাইতো মুক্তিযুদ্ধ।
হানাদার গায়েল করতে
অনেক গেলো প্রান
বীর বাঙালী রক্ত ঢেলে
রাখলো দেশের মান।
স্বাধীন দেশ, বাংলা দেশ,
রাজধানী হয় ঢাকা,
স্বাধীন দেশে উড়ছে আজ
স্বাধীন পতাকা।