স্বাধীনতার
    ঘোষক ছিলেন যিনি,
তিনি হলেন জাতির জনক
    মোদের চোখের মনি।
বঙ্গবন্ধুর ডাক শুনে
            সবাই দিল সারা.
রব উঠল সবার মুখে
            পাকিস্তানি তাড়া।
কুলি,মজুর,কৃষক,শ্রমিক
            জীবন বাজি রেখে,
সব হানাদার ঘায়েল করল
           গ্রেনেড বেঁধে বুকে।
কত মাতা সন্তান হারা
     স্বাধীনতার জন্য,
স্বামী হারা কত স্ত্রী
          তবুও তারা ধন্য।
আমার দেশের কাজল মাটি
      রক্তে হলো লাল,
সেই মাটিতে ঘুমিয়ে আছে
        আমার দেশের মাল।
ইতিহাস ওদের স্মরণ রাখবে
     লিখবে জীবন কথা,
শহীদ হয়েও বেঁচে আছে
            মানব মনের খাতায়।