এত নিষ্ঠুর কেন হলে
        ওরে নিষ্ঠুর নদী,
  ভাঙ্গা গড়ার খেললি খেলা
       গ্রাস করলি সবই।
    ভেঙ্গে নিলে বাস্ত ভিটা
       রইল একটু বাকি,
  সেই টোকুতে ঘুমাই আমি
         স্বপ্ন ছবি আঁকি।
     বাপ,দাদার কবর দুটি
      আছে ভিটের কোণে,
   বিনয় করি নিসনে ভেঙ্গে
        দিসনে দুঃখ মনে।
দোহাই দিলাম খোয়াজ পীরের
      দোহাই লাগে গুরুর,
ভাঙ্গিসনে আর বাস্তো ভিটে
        তুই হয়ে যা মরু।
   নিসনে ভেঙ্গে ভিটে বাড়ী
       দিসনে আমায় দুখ,
  খোয়াজ পীরের শিন্নি করে
       দেব তোমায় ভোগ।