অফিস আদালতে দুর্নীতি কাজ
দেখছি অনেক ঘুরে,
রাঘব বোয়াল হা করেছে
ঘুষ পাবে কার ধারে।
সার্থসিদ্ধি না হলে তার,
ফাইলটা রাখে বন্দি,
পকেট গরম করতে সে যে
কতই করে ফন্দি।
মুষ্টি মেয় দুর্নীতি বাজ
করছে দেশের ক্ষতি,
জাতি হলো অভিশপ্ত
তারা কোটি পতি।
সমাজে অনেক দুর্নীতি বাজ
দেখছি সমাজ ঘুরে,
ঘুষের উপর চলছে সমাজ
সমাজ পতির জোরে।
গ্রাম্য শালিষ করছে তারা
হাতিয়ে নিচ্ছে ঘুষ,
ঘুষের টাকায় খাচ্ছে তারা
কাবাব, পোলাও,রোস্ট।
ঘুণে ধরা সমাজটাকে
শুদ্ধি করতে হলে,
ওদের বিরুদ্ধে শ্লোগান দাও
তোমরা সবে মিলে।
দেশের মানুষ জেগে গেলে
ধুর্নীতি হবে শেষ,
অভিশপ্ত দেশের জাতি
গরবে সোনার দেশ।