অপেক্ষা যে কত কষ্ট
   আমিই তাহা জানি,
আরো একজন জানেন যিনি
        তিনি অন্তর্যামী।


সেই যে গেলে ছাব্বিশ মার্চ
      বলে গেলে তুমি,
হাতে নিয়ে বিজয় ঝান্ডা
   ফিরে আসবো আমি।


আনতে গেলে বিজয় ঝান্ডা
      হলাম বীরঙ্গনা,
হরন করল সতী ধর্ম
    লোক সমাজে গঞ্জনা।


পঞ্চাশ বছর পূর্তি হলো
   নইতো এখন যৌবনা,
মেহেদি পরার সাধ যে আমার
    সাধ তো পূর্ণ হল না।


কালো চুলে পাক ধরেছে
    দন্ত গেছেপড়ে,
মলিন দেহ,ক্ষীণ হলো
   তোমার চিন্তা করে।


ষোলই ডিসেম্বর আসে যখন
     একটি বছর পরে,
বিজয় পতাকা ওড়াতে গিয়ে
   চোখের জল ঝরে।