শিরোনাম
দণ্ড দিন শাহানশাহ


নৃপতি ঘাতক কে করেন জিজ্ঞাসা
কৃতকার্য হওনি কেনো হাতেম হন্তা?
    অশ্বজিনে হাতেম মুন্ডু
          দেখিনি তো বাঁধা,
   পুর্বাহ্নেই হাতেম আক্রমণে
       হেয় তোর মাথা?
    ফিরে কেন এসেছ তুমি,
        নির্লজ্জ বেহায়া।
   ভূমিতল করে চুম্বন
নৃপতির প্রতি হাতজোড় করি,
   কহিতে লাগিল ঘাতক
         হয়ে অস্থির।
হাতেম তাইর মহৎ শক্তির কাছে
       মোর নতশির।
মম তীক্ষ্ণ তরবারির নিস্প্রাভ
     পাষাণ হৃদয় ভেঙে চৌচির।
আপনার রোষস্থল হাতেম
    সাধারন হাতেম নয়,
দরবেশ হয়ে জন্মেছে সে
     হাতেম শুধু নামে পরিচয়।
করুনার তরবারি দিয়ে আঘাত করে
     বধ করেছে আমায়,
তাইতো মুন্ডু পারিনি আনতে
      দণ্ড দিন শাহানশাহ্।
বিষ্ময় কাহিণী শুনে হাতেম তাইর
ভক্তিতে অন্তর আর্দ্র হল ভূপতির।