কুল গৌরব করে অর্জন
     পূর্বপুরুষ গণ,
কাপুরুষ ছিলনা তারা
     তোমার মতন।
  কুল প্রদীপ না হয়ে
   হলি কুলাঙ্গার,
ধুলিস্যাৎ হলো খ্যাতি
   কারণে তোমার।
কুকর্মে হারায় যে জন
   কুল,খ্যাতি,মান,
কড়িতে যায় না কেনা
   হারানো সম্মান।
কুকর্মে লিপ্ত হলে
     ভুলের তরে,
হারিয়ে কাঁদিলে তাহা
  পাবে কি ফিরে?
কুকর্ম ছেড়ে বোকা
     সুকর্ম ধরো,
সুকর্মে ধরাধামে
     হতে পারো বড়।