তোমরা রাখনি খবর
মা-বাবার কেমনে কাটে,
      সারাটি বছর।
বৃদ্ধ বয়স, মা জননীর
     গায় এল জ্বর,
বিষম জ্বরে মা জননী
   কাঁপছে থরে থর।
সন্তানকে ডাকছে মা
  আয়রে বাবা আয়,
ঔষধবড়ি এনে দে
  মরছি মাথার ব্যথায়।
মায়ের কথা শুনে বাছা
    কর্কশ স্বরে কয়,
কয়েক টাকা হাতে আছে
    ঔষধ কেনার নয়।
এই টাকায় কিনতে হবে
  আমার বউয়ের শাড়ি,
নয়তো বউ চলে যাবে
  তার বাপের বাড়ী।
   এমন কথা শুনে মা
  কপালে মারলো হাত,
কাঁদিয়া কাঁদিয়া মা এর
   কাটলো সারা রাত।
নিষ্ঠুর তুমি মায়ের প্রতি
    শিখলো তোমার ছেলে,
তোমার কপালেও তেমনি সাজা
       বার্ধক্য তা এলে।