চোখের আড়াল হলেও তুমি
      মনের আড়াল নও,
বাস্তবে না দেখলেও
     কর্ণে শুনি রাও।
স্থান করেছো মন মন্দিরে
   খেলছো প্রেমো খেলা,
তোমার খেলায় মত্ত হয়ে
   ফুরিয়ে গেছে বেলা।
বেলাশেষে পার ঘাটাতে
   ভাসছি নয়ন জলে,
বৈঠা নেই ফুটো নৌকা
  কেমনে যাব কোলে।