কত দুঃখ দিল আমায়
      তবুও তারে ভুলি নাই,
ঘুম ঘোরে আশায় থাকি
       স্বপ্নে যদি দেখা পাই।
ভালোবাসার মূল্য দিয়ে
    কিনছি যার আদর,
সেই আঁদরে ভাগ বসালো
     কেমন সূত্রধর।
আমার বন্ধুর সর্বাঙ্গে
       জোছনার মত রূপ,
তাই দেখে কেমন নারীর
  জাগলো মনে লোভ।
এখন আমি বন্ধুহারা
    কেজন দেবে ঠাঁই,
যে জন দিতো হৃদয়ে ঠাঁই
   তাকে কোথায় পাই।
মনের দুঃখ মনে চেপে
    যাহার কাছে যাই,
  কলঙ্কিনী রাই বলে
      গালি দেয় আমায়।