আল্লার নবী ইব্রাহিম
  স্বপ্ন যোগে জানেন,
কুরবানি দাও প্রিয় বস্তু
    হাসি খুশি মনে।
কুরবানি করলেন উট দুম্বা
    প্রিয় বস্তু জেনে,
কুরবানি তার কবুল হয়নি
   আবার স্বপ্নে জানেন।
এই ধরাতে প্রিয় বস্তু
একটিই আছে মোর,
ইসমাইল মোর প্রাণ প্রিয়
  আর সবই তো দূর।
এই ভেবে ছেলে নিয়ে
   চলছেন ইব্রাহিম,
তাই দেখে খুশি হলেন
   রহমানুর রাহিম।
ছোট শিশু প্রশ্ন করে
বাবার গলায় ধরে,
অরন্যেতে আনলে কেন
কী করতে চাও মোরে।
আল্লার বক্ত ইবরাহিম
   বলছে নম্র স্বরে,
কুরবানি দিতে এনেছি তোমায়
আল্লার নামের পরে।
   তাই শুনে ইসমাইল
   বলছে বাবার কানে,
আমায় তুমি জবাই করতে
      কষ্ট পাবে মনে।
ছেলের কথা শুনে বাবা
   বাঁধলো দুটি চোখ,
ছোঁড়া খানা হাতে নিল
পাষান করলো বুক।
শুয়াইল ভূমি মাঝে
ছোঁড়া লাগায় গলে,
দুম্বা জবাই হইল তখন
জবাই হইনি ছেলে।