ভালো যে বেসেছি তাকে
    সে কেনো তা বুঝেনা,
  কি ভাষায় বুঝাব তাকে
       লাজে বাঁচিনা।
চোখের ভাষায় বুঝাতে চাই
    মনের ভালোবাসা,
কিন্ত যখন সামনে আসে
   লাজে পাইনা দিশা।
  মনের সুখে রঙ্গে ঢঙ্গে
     সাজি বারাং বার,
পুকুর ঘাটে,তার অপেক্ষায়
       দুপুর করি পার।
রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে
      তাকাই বহু দূর,
  হঠাৎ যদি চোখে পরে
   আমার মনো চোর।
সাঁঝের বেলা দাঁড়িয়ে থাকি
    বাগান বাড়ীর পিছে,
যায় যদি সে,পাশটি কেটে
    হাতটি ধরবো কষে।
  সকল আশা ব্যর্থ হয়ে
      যখন ফিরি ঘরে,
মন বুঝেনা দেখতে তারে
    ভাসে আঁখি নীরে।