স্বর্ণকারে চুরি করে
     মায়ের কর্নের সোনা  ,
লোক সমাজে বলাবলি
     সবার তাহা জানা ।


স্বার্থপর গায় স্বার্থের গান
    পেতে স্বার্থের ফাঁদ,
সেই ফাঁদে নিঃস্বার্থজন
     হচ্ছে উৎখাত।

ভন্ড আর স্বার্থে ভরা
    সারা বিশ্বময়,
তাদের মধ্যে কিছু আছে
    মানুষ পরিচয়।