আছে কাছে দেখা নেই
   মনে হয় বহু দূরে,
অপেক্ষায় কাটে দিন
  একটু দেখার তরে।
ব্যর্থ আমি পাইনি দেখা
ঘুরছি দেখার ছলে,
সারাটি দিন কেটে গেলো
  হয়নি দেখা ভুলেও।
আজকে ঈদের খুশির দিনে
      ব্যথা ভরা বুকে,
একবার এসে দেখতো যদি
     আছি কতো শোকে।
আঁখী বারি ঝরছে আজ
     ঝরছে শতেক বার,
   ও বিনে হৃদয় মাঝে
         ব্যথার পাহাড়।
প্রতিবেশীর চোখের জ্বালা
    হিংসা ওদের মনে,
মোদের কোৎসা গাইছে ওরা
     গ্রামের নানা স্থানে।
লোকে মন্দ বলোক যতই
    তাতে আমার কি,
আমি তো ওর প্রেমো খেপা
         মজনু সেজেছি।
তারিখ:০৩/০৮/২০২০