সন্ধান নিয়েছি বহুদূর
   পথ চিনে-চিনে,
দেখিব সাধ তাহে
    দু নয়ণে।
বনবিথীকার গভীর অনণ্যে
পর্ণ কুটিরে প্রিয়ার বাস
আননে তার লোধ্ররেনু
শরীরেতার কস্তরী সুবাস।
যৌবন তরঙ্গ উচ্ছল লাবন্য
     স্তনাগ্র চুড়ায়,
   অন্ধ তমিশ্র যেন
   গ্রাস করে তায়।
   বুকে শুধু দুর-দুর
      মনে সংশয়,
তনুমোর কেন কাঁপে
লাগে কেন ভয়।
হেনো কালে ছোটে এলো
   মোর হেমাঙ্গীনি,
মাভৈ:উচ্চারিল
ধরে কর খানি।
অশুপ্রপূর্ণ লোচনা বেলি
চাহিলো অনেক বার,
খসে পড়া আঁচল খানি
বক্ষে তুলেনি তার।
আচমকা কহিলো কথা
   মোর কর ধরি,
তুমি তো ভালই, কিন্ত
   আমি মরি-মরি।